
শিলিগুড়ি, ৪ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় এবং এ প্রসঙ্গে কংগ্রেসের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। তাঁর কথায়, কংগ্রেস হিন্দুদের কষ্ট দেখতে পাচ্ছে না। রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বলেন, কংগ্রেস মুসলিমদের দল, কংগ্রেস হিন্দুদের দুঃখ-কষ্ট দেখে না; তারা কেবল সংখ্যালঘুদের দুঃখ-কষ্ট দেখে। আমাদের দেশে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে কংগ্রেস দলই প্রথমে তা নিয়ে বড় হইচই করে। কিন্তু এখন তাঁরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হিন্দুদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তাতে নীরব। এটি স্পষ্টভাবে দেখায় যে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি দেশের হিন্দুদের এবং বিভিন্ন ধর্মের অনুসারী ভারতের সকল নাগরিকের পাশে দাঁড়িয়ে আছে। এখন বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে তাতে যদি কংগ্রেস নীরব থাকে, তাহলে আমার মতে কংগ্রেসের পরবর্তী নির্বাচনে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ