
কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) : মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদ জানাতে ওড়িশার সম্বলপুরে গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিজেপিশাসিত ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি দাগিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিগ্রহের অভিযোগ উঠেছে। রবিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সম্বলপুরের পেনসিল মোড়ে (লেবার চক) পৌঁছে যান অধীর। পুলিশি বাধা উপেক্ষা করে জেলার পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে যান অধীর। তাঁদের অভাব-অভিযোগ শুনে তাঁদের আশ্বস্ত করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সকলে যেন সতর্ক থাকেন। অধীর এও জানান, বিষয়টি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে তুলেছেন। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করবেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত