
কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) : হিংসা ও হানাহানি অবিলম্বে বন্ধ করতে হবে। মূলত, এর বিরুদ্ধেই সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। রবিবার কলকাতায় মানবধর্ম ও বিশ্বভ্রাতৃত্ব শোভাযাত্রা অনুষ্ঠিত হল। ভবা পাগলা মহা সম্মেলনের উদ্যোগে ওই আয়োজন করা হয়েছে। ধর্মীয় ও সমাজসেবী সংস্থা মিলিয়ে মোট ৬০টি সংগঠন এই শোভাযাত্রায় সামিল হয়। এদিন সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকেই শুরু হয়েছে শোভাযাত্রাটি এবং তা দক্ষিণেশ্বরের পৌঁছে আদ্যাপীঠে, তা শেষ হয়েছে।
ভবা পাগলা আশ্রমের প্রধান গোপাল ক্ষেত্রী এই প্রসঙ্গে বলেন, এখন মানবধর্ম যেভাবে বিপন্ন তার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। আমার গুরু সারা জীবন মানবধর্ম পালন করে গিয়েছেন। এই শোভাযাত্রায় যোগ দিয়েছিল চাকলা লোকনাথ সেবাশ্রম সঙ্ঘ। শোভাযাত্রায় শামিল হওয়া বাবা লোকনাথের মহানাম প্রচারক ও চাকলা লোকনাথ সেবাশ্রম সঙ্ঘের চেয়ারম্যান নবকুমার দাস বলেন, বাবা লোকনাথ সর্বদা মানবধর্ম ও বিশ্ব ভ্রাতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত