
শ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): বরফের চাদরে ঢাকা পড়ল জম্মু ও কাশ্মীরের সোনমার্গ। রবিবার সোনমার্গে ব্যাপক তুষারপাত হয়েছে। পাহাড় ঢেকে গিয়েছে বরফের চাদরে। এদিন সোনমার্গ উপত্যকা তুষারপাতের পর শ্বেতশুভ্র বরফের চাদরে ঢেকে যায়, অপরূপ এই সৌন্দর্য্য দেখে পর্যটকরা আনন্দিত।
একজন পর্যটক বলেন, আমরা কলকাতা থেকে এসেছি। দারুণ লাগছে। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এত তুষারপাত আর কোথাও দেখিনি। কাশ্মীর পৃথিবীর সেরা। এখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে অন্যতম। সবারই আসা উচিত এবং দেখা উচিত কাশ্মীরের মানুষ কতটা অসাধারণ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ