অপমানের জেরে মাটিগাড়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, শিক্ষিকার শাস্তির দাবিতে উত্তাল এলাকা
মাটিগাড়া, ৪ জানুয়ারি ( হি. স.)- পরীক্ষার রেজাল্টে নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছিল এক ছাত্রীর বিরুদ্ধে| সেই ঘটনায় শিক্ষিকার কাছে অপমানিত হতে হয়| তার জেরে মাটিগাড়ায় চোদ্দো বছরের ওই স্কুলছাত্রী আত্মঘাতী হলো| অভিযোগ এমনই| এই ঘটনায় শোকের ছায়া
আত্মঘাতী ছাত্রী


মাটিগাড়া, ৪ জানুয়ারি ( হি. স.)- পরীক্ষার রেজাল্টে নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছিল এক ছাত্রীর বিরুদ্ধে| সেই ঘটনায় শিক্ষিকার কাছে অপমানিত হতে হয়| তার জেরে মাটিগাড়ায় চোদ্দো বছরের ওই স্কুলছাত্রী আত্মঘাতী হলো| অভিযোগ এমনই| এই ঘটনায় শোকের ছায়া এলাকায়| ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা। শনিবার পাথরঘাটা অঞ্চলের জ্যোতিনগর কলোনিতে ঘটনাটি ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সে পরীক্ষার রেজাল্টে নম্বর বাড়িয়ে লিখেছে। এই অভিযোগে শনিবার ওই ছাত্রী ও তার অভিভাবককে স্কুলে ডেকে পাঠানো হয়। পরিবারের দাবি, সেখানে এক শিক্ষিকা ছাত্রীকে কটু কথা বলেন এবং অপমান করেন। স্কুল থেকে বাড়ি ফিরে চরম মানসিক অবসাদে ভেঙে পড়ে প্রিয়া। কিছুক্ষণ পর পরিবারের অগোচরে নিজের ঘরে গিয়ে আত্মঘাতী হয় সে। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

রবিবার অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে এলাকাবাসীরা মাটিগাড়া থানায় জমায়েত করেন। প্রিয়ার মা অভিযোগ করেন, ঘটনার পর তাঁদের হুমকি দেওয়া হয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বর্ধন হুমকির অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ তদন্তে সত্যতা যাচাই করবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande