২০২৬-এর পর তৃণমূল নামে কোনও দল থাকবে না : সুকান্ত মজুমদার
পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ২০২৬-এর পর তৃণমূল নামে কোনও দল থাকবে না। একইসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর তীব্র সমালোচনা করেছেন ত
২০২৬-এর পর তৃণমূল নামে কোনও দল থাকবে না : সুকান্ত মজুমদার


পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ২০২৬-এর পর তৃণমূল নামে কোনও দল থাকবে না। একইসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর তীব্র সমালোচনা করেছেন তিনি। রবিবার ডঃ সুকান্ত মজুমদার বলেন, অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনে হেরে গেছেন; মুসলমানরা তাঁকে ভোট দেয়নি। এখন তিনি মুসলিম ভোট পেতে ঝাঁপিয়ে পড়ছেন। ভাষার ভিত্তিতে কোথাও কোনও নৃশংসতা ঘটেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে সিপিএম বাংলাকে এমন রাজ্যে পরিণত করেছে যে, তারা সীমান্তে বেড়া দেওয়ার অনুমতি দেয়নি। এর ফলে মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে, বাংলাদেশি মুসলমানরা সমগ্র দেশের জনসংখ্যার বিন্যাস পরিবর্তন করছে। অনেকেই ধরা পড়েছেন, অনেকেই বাংলাদেশে ফিরে গেছেন, এবং সেই কারণেই এটি ঘটছে। অধীর রঞ্জন চৌধুরীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা উচিত। তিনি আরও বলেন, ২০২৬ সালের পরে, টিএমসি নামে কোনও দল থাকবে না; সবাই চলে যাবে এবং পালিয়ে যাবে। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande