
পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসার জন্য মহম্মদ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বাংলাদেশে হিংসার জন্য ইউনূস সরকার দায়ী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এই সমস্ত ঘটনার জন্য ইউনূস সরকার দায়ী। সেখানে, এখানেও হিন্দুদের নিশানা করা হচ্ছে, মমতা সরকার হিন্দুদের নিশানা করছে। এই সমস্ত নিয়ন্ত্রণের জন্য, একটি জাতীয়তাবাদী সরকার প্রয়োজন।
বিসিসিআইয়ের নির্দেশের পর কেকেআর বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিসিসিআই যা করেছে তা দেশের স্বার্থে, কারণ দেশ সবার উপরে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ