ভাঙড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
দক্ষিণ ২৪ পরগনা, ৪ জানুয়ারি (হি.স.): ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকেও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ভাঙড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল


দক্ষিণ ২৪ পরগনা, ৪ জানুয়ারি (হি.স.): ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকেও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শনিবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় কাশীপুর থানার কাঁঠালিয়া এলাকার অদূত মোল্লার বাড়ির সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande