ছত্তিশগড়ে যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত চার
বালোদ, ৪ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বালোদ জেলার দৌন্ডি থানার অন্তর্গত লিমহাটোলা গ্রামে রবিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রী নামানোর জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী বাসে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা মারে।
ছত্তিশগড়ে যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত চার


বালোদ, ৪ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বালোদ জেলার দৌন্ডি থানার অন্তর্গত লিমহাটোলা গ্রামে রবিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রী নামানোর জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী বাসে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের জেরে বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাসে থাকা তিন মহিলা ও এক পুরুষ যাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘দাদা ট্রাভেলস’-এর বাসটি ভানুপ্রতাপ্পুর থেকে দাল্লিরাঝাড়া যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মামলা রুজু করে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande