ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন, শুরু শাসক-বিরোধী রাজনৈতিক তরজা
পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি ( হি. স.)- ভোটের দিনক্ষণ ও প্রার্থীতালিকা ঘোষণার আগেই নন্দীগ্রামে শুরু হয়ে গেল নির্বাচনী উত্তাপ। শাসকদল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। ন
দেওয়াল লিখন


পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি ( হি. স.)- ভোটের দিনক্ষণ ও প্রার্থীতালিকা ঘোষণার আগেই নন্দীগ্রামে শুরু হয়ে গেল নির্বাচনী উত্তাপ। শাসকদল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে, এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। ভোটার তালিকার কাজ সম্পূর্ণ হলেই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তার আগেই নন্দীগ্রামে দেওয়াল লিখন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।রাজনৈতিক মহলে প্রচলিত কথাই হল, “নন্দীগ্রাম আজ যা ভাবে, বাংলা তা কাল ভাবে।” সেই সূত্র ধরেই ভোটের ডঙ্কা যেন আগেভাগেই বেজে উঠল এই এলাকায়। ভেকুটিয়া অঞ্চলে তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থীর নাম না লিখে দলের প্রতীক চিহ্ন এঁকে ভোট দেওয়ার বার্তা তুলে ধরেছেন দেওয়ালে। এতে করে নির্বাচনী প্রস্তুতিতে নিজেদের অনেকটাই এগিয়ে রাখার বার্তা দিতে চেয়েছে শাসকদল।তবে রবিবার এই দেওয়াল লিখনকে ঘিরে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল এখন অর্ধমৃত নয়, পূর্ণ মৃত, আর ২০২৬-এ তৃণমূলের রাজনৈতিক বিসর্জন হবে। অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপি দুর্নীতিতে ডুবে গিয়েছে এবং সেই দুর্নীতি মুছে ফেলতেই নন্দীগ্রামের মানুষ প্রস্তুত। দেওয়াল লিখন ঘিরে শুরু হওয়া এই তরজা আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande