
কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রাতের তাপমাত্রার পারদ চড়বে। সেই মতো একটু একটু করে বেড়েছে তাপমাত্রা। দিনের তাপমাত্রাও সামান্য বাড়বে। কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও, রাজ্যে শীতের আমেজ বজায় রয়েছে।রবিবাসরীয় সকালেও শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে। পার্বত্য এলাকায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম আছে। রবিবার সকালে মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের পর ফের দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত নীচে নামবে। সেই নেমে যাওয়া তাপমাত্রা আগামী প্রায় গোটা সপ্তাহ প্রায় একই রকম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার চাদরে ঢাকবে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং-এর উঁচু পাহাড়ে হালকা তুষারপাত অথবা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ