বেলদার বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগে গৃহবধূর মৃত্যু, বিক্ষোভ
পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি ( হি. স.)- ভুল চিকিৎসার অভিযোগে বেলদার একটি বেসরকারি নার্সিংহোমে গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একটি নার্সিংহোমে।
মৃত্যু চিকিৎসায়


পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি ( হি. স.)- ভুল চিকিৎসার অভিযোগে বেলদার একটি বেসরকারি নার্সিংহোমে গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একটি নার্সিংহোমে। মৃত গৃহবধূর নাম সঙ্গীতা বিশ্বাস (২৫)। তাঁর বাড়ি বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়।পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় সামান্য পেটের ব্যথা নিয়ে সঙ্গীতাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার গাফিলতির জেরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃতার স্বামী সত্যদ্বীপ বিশ্বাসের দাবি, ভুল চিকিৎসার ফলে মাঝরাতে স্ত্রীর যন্ত্রণা বেড়ে যায়। রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক ইউএসজি করার পরামর্শ দেন। এরপর তাঁকে বেলদার একটি প্যাথলজিক্যাল সেন্টারে স্ক্যান করাতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।পরিবারের আরও অভিযোগ, মৃত অবস্থাতেই সঙ্গীতাকে ইউএসজি করাতে পাঠানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে। খবর পেয়ে বেলদা থানার ওসি প্রণব সেনাপতির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande