বকেয়া বিদ্যুৎ মাশুল আদায়ে অভিযান
নাহান, ৪ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশ রাজ্য বিদ্যুৎ পর্ষদের কালা আম্বে শাখা বকেয়া বিদ্যুৎ মাশুল আদায়ে কড়া পদক্ষেপ নিয়েছে। রবিবার দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা বকেয়া রয়েছে, তাঁদের এক সপ্তাহের মধ্যে বকেয়া মেটাতে হ
বকেয়া বিদ্যুৎ মাশুল আদায়ে অভিযান


নাহান, ৪ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশ রাজ্য বিদ্যুৎ পর্ষদের কালা আম্বে শাখা বকেয়া বিদ্যুৎ মাশুল আদায়ে কড়া পদক্ষেপ নিয়েছে। রবিবার দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা বকেয়া রয়েছে, তাঁদের এক সপ্তাহের মধ্যে বকেয়া মেটাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না পড়লে কোনও পূর্ব নোটিস ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

কালা আম্বে বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানান, গৃহস্থালি গ্রাহকদের (ডোমেস্টিক কনজিউমার) কাছ থেকে প্রায় ১ কোটি ২২ লক্ষ ৮৯ হাজার ৭৯ টাকা প্রাপ্য বকেয়া রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্রাহকদের (কমার্শিয়াল কনজিউমার) ক্ষেত্রে বকেয়া ৭১ লক্ষ ৫৫ হাজার ৯৮২ টাকা, অস্থায়ী সংযোগে ২০ লক্ষ ৩ হাজার ৬১৯ টাকা এবং কৃষি গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লক্ষ ৫ হাজার ৭০৬ টাকা আদায় বাকি রয়েছে।

ওই আধিকারিক আরও বলেন, বিপুল এই বকেয়া রাজস্ব আদায়ে সমস্যা তৈরি করছে এবং উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সংযোগ কাটা হলে পুনরায় বিদ্যুৎ চালু করতে বকেয়া বিলের পাশাপাশি পুনঃসংযোগ ফি জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande