
সোনামুড়া (ত্রিপুরা), ৪ জানুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে মাদকবিরোধী এক বৃহৎ অভিযানে প্রায় ২.৭৫ লক্ষ পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় মোট ১৫৫ জন নিরাপত্তা কর্মী।
অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মৃতিকান্ত বর্ধন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসএফ-এর সহকারী কমান্ড্যান্ট মনিস সিং। পুলিশ, ৬৯ জন বিএসএফ জওয়ান, জি গ্রুপ বিএসএফ সদস্য এবং ১১ ও ১৪ নম্বর ব্যাটালিয়নের টিএসআর-এর পুরুষ ও মহিলা জওয়ানরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজার চাষ দুটি আলাদা এলাকায় ৪৫টি প্লট জুড়ে বিস্তৃত ছিল। একটি এলাকা ছিল দক্ষিণ কালীখলা টিটিএএডিসি গ্রামের ভদ্রবাড়ি পাড়ার বনাঞ্চলে এবং অন্যটি গরমছড়া এলাকার গভীর জঙ্গলে—উভয়ই যাত্রাপুর থানার অন্তর্ভুক্ত।
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৭টা নাগাদ অভিযান শুরু হয়। ভোরের ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী চিহ্নিত প্লটগুলিতে সারিবদ্ধভাবে গাঁজা গাছ কেটে ফেলে এবং পরে সেগুলিকে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের খবর পেয়ে কিছু স্থানীয় লোকজন দূর থেকে জড়ো হলেও বিপুল নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো দলটি নিরাপদে থানায় ফিরে আসে।
ওসি জানান, “তথ্যটি সম্পূর্ণ সঠিক ছিল। এটি এ মৌসুমে যাত্রাপুর এলাকায় পরিচালিত সবচেয়ে বড় গাঁজা ধ্বংস অভিযান।” তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্ভরযোগ্য তথ্য পাওয়া মাত্রই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ