
রাজগড়, ৪ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় রুথিয়াই-মাক্সি রেলপথে ট্রেনের ধাক্কায় এক মা ও তাঁর নাবালক ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সারাঙ্গপুর থানার অন্তর্গত গোয়াড়া জোড় গ্রামের কাছে রেললাইনে ক্ষত-বিক্ষত অবস্থায় তাঁদের দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিচয় লক্ষ্মীবাই (৩৫) ও তাঁর পাঁচ বছরের ছেলে কৃষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান , প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে মা ও ছেলে কীভাবে ভোরবেলায় রেললাইনে পৌঁছালেন এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য