
সিডনি, ৫ জানুয়ারি (হি.স.): সোমবার পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে জো রুটের দুর্দান্ত ১৬০ রানের ইনিংস ইংল্যান্ডকে ৩৮৪ রানে উন্নীত করে। এরপর ট্র্যাভিস হেডের অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে আবারও প্রতিযোগিতায় ফিরিয়ে আনেন ।
রুটের দুর্দান্ত ইনিংস, রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর ৪১তম সেঞ্চুরি, মাইকেল নেসারের দুর্দান্ত ক্যাচ অ্যান্ড বোল্ডের সৌজন্যে শেষ হয়েছিল, যিনি ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিনের শেষে
স্বাগতিক দল ১৬৬/২ রানে পৌছে গেছে, হেডের সাথে নাইটওয়াচম্যান নেসার এক রানে ব্যাট করছেন।
৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা স্বাগতিকেরা এখনো পিছিয়ে ২১৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: প্রথম ইনিংসে ৯৭.৩ ওভারে ৩৮৪ (রুট ১৬০, ব্রুক ৮৪, স্মিথ ৪৬; নেসার ৪/৬০, বোল্যান্ড ২/৮৫)।
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৩৪.১ ওভারে (১৬৬/২ (হেড ৯১*, লাবুশেন ৪৮, ওয়েদারাল্ড ২১; স্টোকস ২/৩০)।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি