সাড়ে পাঁচ বছরের জন্য নতুন কোচ নিয়োগ দিল চেলসি
লন্ডন, ৭ জানুয়ারি (হি.স.): গত ২ জানুয়ারি চেলসির কোচের পদ থেকে সরে যান এনজো মারেস্কা। চারদিনের মাথায় স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়রকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিল চেলসি। ৪১ বছর বয়সী রোজেনিয়রকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে কোচ হিসেবে আপাতত নিয়োগ
সাড়ে পাঁচ বছরের জন্য নতুন কোচ নিয়োগ দিল চেলসি


লন্ডন, ৭ জানুয়ারি (হি.স.): গত ২ জানুয়ারি চেলসির কোচের পদ থেকে সরে যান এনজো মারেস্কা। চারদিনের মাথায় স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়রকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিল চেলসি।

৪১ বছর বয়সী রোজেনিয়রকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে কোচ হিসেবে আপাতত নিয়োগ দিচ্ছে চেলসি।

বুধবার (৭ জানুয়ারি) ক্রেভেন কটেজে ফুলহামের বিপক্ষে খেলবে চেলসি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেলসির কোচ হিসেবে রোজেনিয়র প্রথম প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন এবং শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে তার।

তিনি বলেন, 'ক্লাব বিশ্বকাপজয়ী একটি অসাধারণ ক্লাব এবং দারুণ স্কোয়াডে যোগ দেওয়ার এই সুযোগ আমি ফিরিয়ে দিতে পারি না।'

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande