
বেনোনি, ৫ জানুয়ারি (হি.স.) : সোমবার বেনোনির উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ ম্যাচে বৈভব সূর্যবংশী ঋষভ পন্থের যুব ওয়ানডেতে দ্রুততম পঞ্চাশের রেকর্ড ভেঙে দিলেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ভারতের ওপেনার সূর্যবংশী ১৫ বলে পঞ্চাশ রান করে পন্থের ১৮ বলের রেকর্ড ভেঙে দেন, যা ২০১৬ সালে ঢাকায় নেপালের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করেছিলেন ঋষভ পন্থ। শেষ পর্যন্ত স্ট্যান্ড-ইন অধিনায়ক ২৪ বলে ৬৮ রান করে আউট হন।
গত বছর ওরচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করে এই স্তরে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন ১৪ বছর বয়সী এই খেলোয়াড়।
১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি