সোমবার ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলী খান পতৌদির জন্মদিন
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): মনসুর আলি খান পতৌদি। ভারতের এই প্রাক্তন অধিনায়কের সোমবার জন্মদিন। ৫ জানুয়ারি, ১৯৪১ ভোপালে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। তিনি ভারতের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ৪৬টি ট
ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলী খান পতৌদির আজ জন্মদিন


কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): মনসুর আলি খান পতৌদি। ভারতের এই প্রাক্তন অধিনায়কের সোমবার জন্মদিন। ৫ জানুয়ারি, ১৯৪১ ভোপালে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। তিনি ভারতের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক।

৪৬টি টেস্ট খেলে তিনি করেন ২৭৯৩ রান, যার মধ্যে রয়েছে ৬টি শতরান এবং ১৭ টি অর্ধশত রান। ১৯৬৪ ও ১৯৬৭ সালে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার পান। ১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকু্রকে বিয়ে করেন। ফুসফুসের সংক্রমণের দরুন তিনি ২২ সেপ্টেম্বর ২০১১ সালে তিনি প্রয়াত হন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande