
কোঝিকোড়, ৫ জানুয়ারি (হি.স.) : আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি রেস্তরাঁ। কেরলের কোঝিকোড় জেলার ঘটনা। সোমবার সকালের ওই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ পালাকুট্টি এলাকার আল রায়দান নামে ওই রেস্তরাঁটিতে আগুন লাগার খবর মেলে। দমকল বাহিনী গিয়ে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ