পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত কালীঘাট মন্দির কর্তৃপক্ষের
কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে জারি হয়েছিল কড়া কোভিডবিধি। তবে আগের তুলনায়
পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত কালীঘাট মন্দির কর্তৃপক্ষের


কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে জারি হয়েছিল কড়া কোভিডবিধি। তবে আগের তুলনায় এখন অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। আর তাই বৃহস্পতিবার থেকেই পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই খুলে যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। তৃতীয় ঢেউ এবং নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে গত ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল গর্ভগৃহ। শুধুমাত্র পুজো-আরতি চলছিল। তারই মধ্যে নতুন নির্দেশিকা জারি করে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। করোনা কালে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকলেও, গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কেউ। বাইরে থেকেই দেবীর দর্শন সারতে হবে, পুজোও দিতে হবে। গত ১১ জানুয়ারি থেকে ২৬ তারিখ, অর্থাৎ এদিন পর্যন্ত এই নিয়ম মেনেই কালীঘাট মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকার সময়সীমা শেষ হওয়ার দিনই জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার থেকে খুলে যাবে গর্ভগৃহ। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande