'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের
মালদা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতা
'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের


মালদা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের । শুক্রবার মালদায় পুজোর উদ্বোধনে এসে একথা বলেন, দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে । আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল । সেই কারণে মালদার গ্রামে ঘুরব ।

মহাপঞ্চমীর সকালে মালদা টাউন স্টেশনে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেসে নামেন। মালদায় পা রেখে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। দিলীপের মনে হয় মমতা পুজো উদ্বোধন করতে করতে ক্লান্ত ৷ প্রশাসন কী চালাবেন ! ভুলভাল চণ্ডীপাঠ করছেন ৷ তার জন্যই দুটো জেলায় বৃষ্টি হয়নি ৷

আজ বেশ কয়েকটি পুজো উদ্বোধন করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে।আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল।সেই কারণে মালদার গ্রামে ঘুরব।'' মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার জৈনপুর রাজারহাট দুর্গামন্দিরের পুজো উদ্বোধনের কিছু মুহূর্ত' ফেসবুকে শেয়ার করেছেন। বলেছেন, 'বাংলাদেশ লাগোয়া এই প্রত্যন্তগ্রামে থিমের জাঁকজমক নয়, শ্রদ্ধাপূর্বক দেবীর আবাহনই এই পুজোর মূল উপজীব্য।'

-হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande