মুম্বই, ১ অক্টোবর (হি.স.): নিজের বন্দুক থেকে গুলি ছিটকে চোট পেলেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সকালে নিজের ব্যবহৃত (লাইসেন্সড) বন্দুক থেকে গুলি ছিটকে জখম হয়েছেন অভিনেতা। মুম্বইতেই ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই বিষয়ে গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে আচমকাই গোবিন্দের হাত থেকে পড়ে যায় বন্দুকটি। তারপরেই সেটি থেকে গুলি চলে যায় ও পায়ে আঘাত লাগে তাঁর। যদিও চিকিৎসকেরা পা থেকে গুলিটি বের করে দিয়েছেন। আপাতত সুস্থ রয়েছেন গোবিন্দা। মঙ্গলবারই কলকাতায় আসার কথা ছিল তাঁর। এমনটাই জানিয়েছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা।
হিন্দুস্থান সমাচার / রাকেশ