
শিলচর (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : না ফেরার দেশে পাড়ি দিলেন অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। আজ বুধবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তরপূর্বে বিজেপির অন্যতম স্থপতি সকলের প্রিয় কবীন্দ্রদা। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করেছে আজ বিকাল ০৫:০৬ মিনিটে। মৃত্যুকালে রেখে গেছেন সাংসদ-পুত্র (রাজ্যসভা) কণাদ পুরকায়স্থ, এক কন্যা, পুত্রবধূ, জামাতা সহ নাতি-নাতিনি এবং অসংখ্য গুণমুগ্ধ।
তিনি মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে উচ্চ রক্তচাপ, বুকে সংক্রমণ, কিডনি, হৃদজনিত ইত্যাদি নানা রোগে আক্রান্ত হলে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পরবর্তীতে ছিলেন ভেন্টিলেশনে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট তথা মেডিসিন বিভাগের অধ্যাপক (ডা.) অভিজিৎ স্বামী নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎকদের নিয়ে গঠিত একটি বোর্ড কবীন্দ্র পুরকায়স্থের চিকিৎসা করছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস