(আপডেট) অবৈধ উচ্ছেদ অভিযান ঘিরে দিল্লিতে অশান্তি, গ্রেফতার ৫
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়ালো। তুর্কম্যান গেটের কাছে ফয়েজ-এ-ইলাহি মসজিদের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখানেই মঙ্গলবার রাতে এমসিডি উচ্ছেদ অভিযান চালিয়েছিল। সেই সময় পাথর ছোড়ার ঘটন
অবৈধ উচ্ছেদ অভিযান ঘিরে দিল্লিতে অশান্তি, গ্রেফতার ৫


নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়ালো। তুর্কম্যান গেটের কাছে ফয়েজ-এ-ইলাহি মসজিদের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখানেই মঙ্গলবার রাতে এমসিডি উচ্ছেদ অভিযান চালিয়েছিল। সেই সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে। পাথরের আঘাতে ৫ জন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা হল - কাশিফ, মহম্মদ কাইফ, মহম্মদ আরিব, আদনান এবং সমীর।

তুর্কম্যান গেট এলাকায় পাথর ছোড়ার ঘটনায় দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং বডি ক্যামেরার রেকর্ডিংয়ের সাহায্যে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা হচ্ছে। এফআইআরটি বর্তমানে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হলেও, পুলিশ চার থেকে পাঁচজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে।

সিটি এসপি জোনের (সিএসপিজেড) ডেপুটি কমিশনার (ডিসি) বিবেক আগরওয়াল বলেন, আদালতের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজটি রাতারাতি সম্পন্ন করা হয়েছে এবং এটি ৪০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি কাঠামো ছিল। ভাঙার কাজ সম্পন্ন করতে ৩২টি জেসিবি ব্যবহার করা হয়েছে। আমরা আগামীকালের মধ্যে ভাঙার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার চেষ্টা করব।।পাথর ছোড়ার ঘটনায় কেউ আহত হয়নি, পুলিশ খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দিয়েছে এবং নিয়ন্ত্রণ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande