তুলাশিখর (ত্রিপুরা), ১ অক্টোবর (হি.স.) : তুলাশিখর ব্লকে আজ মঙ্গলবার ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অধীনে সেবা পক্ষকাল কর্মসূচির আনুষ্ঠানিক সমাপন হলো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল পক্ষকালব্যাপী কর্মসূচী। আজ মঙ্গলবার তুলাশিখর ব্লক প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অঙ্গ হিসেবে ব্লকের একটি নতুন ক্যান্টিন রুমের উদ্বোধন করা হয়। এছাড়া প্লাস্টিক ওয়েস্টেজ প্রসেসিং প্রোগ্রামও অনুষ্ঠিত হয়েছে আজ। তাছাড়া পক্ষকালব্যাপী ‘স্বচ্ছতাই ই সেবা’ কর্মসূচিতে অংশগ্রহণকারী সবার সাথে এদিন অভিজ্ঞতার মতামত বিনিময় করেন সংশ্লিষ্ট আধিকারিক সহ রিসোর্স পার্সনরা।
‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দনী চন্দ্রন, তুলাশিখর ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা সহ বিএসসি চেয়ারম্যান সুদাম্বর দেববর্মা, বিডিও এল ডারলং এবং অন্যান্য আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / অনীশ ভট্টাচার্য