ইটানগর, ১ অক্টোবর (হি.স.) : ইটানগরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র আঞ্চলিক কার্যালয় আয়োজিত ‘কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি’ (সিএসআর) কর্মসূচিতে যোগদান করেছেন কেন্দ্রীয় অর্থ এবং ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ। সিএসআর প্রোগ্রাম অরুণাচল প্রদেশে সামাজিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সাক্ষরতার উন্নয়নে সহায়তা করতে আর্থিক প্রতিষ্ঠানগুলির সম্মিলিত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে।
নাবার্ড (এনএবিএআরডি), সিডবি (এসআইডিবিআই), এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি অরুণাচল প্রদেশে সামাজিক কল্যাণ এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমন্বিত প্রচেষ্টাগুলিকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।
এই কাৰ্যসূচির প্রধান বৈশিষ্ট্য হলো, অরুণাচল রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (এআরএসএলএম)-সমর্থিত ১৬টি স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র জন্য ৩০টি স্টলের প্রাণবন্ত প্রদর্শন। স্টলগুলিতে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে দেশীয় পণ্যের বিস্তৃত পরিসর প্রদর্শন করা হয়েছে।
সিএসআর কর্মসূচিটি স্থানীয় জনতার উপকার করার লক্ষ্যে বেশ কিছু প্রভাবশালী কর্মসূচি দ্বারা চিহ্নিত করা হয়েছে। আজকের কর্মসূচিতে এই অঞ্চলে জরুরি পরিষেবাগুলিকে উন্নত করতে একটি অ্যাম্বুলেন্স এবং একটি হার্স ভ্যান ইটানগরে অবস্থিত পুলিশের সদর দফতরের জন্য হস্তান্তর করছেন নিৰ্মলা। অ্যাম্বুলেন্স এবং একটি হার্স ভ্যানের প্রতীকী চাবি তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং পুলিশ অফিসারের হাতে তুলে দিয়েছেন নির্মলা সীতারমণ।
(২) অল্পবয়সি মেয়েদের শিক্ষার প্রসারে প্রত্যন্ত অঞ্চলে ছাত্রীদের যাতায়াতের জন্য ইউপিয়ার স্কুল শিক্ষার ডেপুটি ডিরেক্টরকে প্ৰদত্ত ৫০টি বাই-সাইকেল ছাত্রীদের হাতে তুলে দিযেছেন নির্মলা।
(৩) আৰ্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাবার্ড দুটি আর্থিক সাক্ষরতা প্রদর্শনী ভ্যান-এর ফ্ল্যাগ অফ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবাগুলিতে জনসাধারণকে শিক্ষিত করতে গ্রামীণ এলাকায় ভ্রমণ করবেন সংশ্লিষ্টরা।
(৪) গ্রামীণ অঞ্চলে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করতে একটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করেছে সিডবি, অর্থাৎ এসআইডিবিআই। প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছতে এই পদক্ষেপ।
এই কৰ্মসূচিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি উদ্ভাবনী প্রদর্শনী ছিল। এই প্ৰদৰ্শনী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পনসর করেছে। এতে সৌর-চালিত ‘ব্যাংক অন হুইলস’ প্রদর্শন করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যন্ত এবং অফ-গ্রিড এলাকায় ব্যাংকিং পরিষেবাগুলিকে টেকসই এবং অ্যাক্সেসযোগ্যতা প্রদান করা হবে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন সহ রাজ্যের সব মন্ত্রী-বিধায়ক, মুখ্যসচিব সহ সরকারি শীর্ষ আধিকারিকগণ, রিজার্ভ ব্যাংক-এসবিআই-নাবার্ড-সিডবি-পিএনবি-ত্ৰিপুরা গ্রামীণ ব্যাংকের শীর্ষ আধিকারিকবৃন্দ সহ অন্য অংশীদারগণ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস