মণিপুর : বন্যা ও ভূমিধসে জনজীবন ব্যাহত ননে জেলার
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মণিপুরের ননে জেলা। গত তিনদিনের অবিরাম বর্ষণে জেলায় সৃষ্ট বন্যা এবং বেশ কয়েকটি জায়গায় ভূমিধস পড়ে দৈনন্দিন জনজীবন ব্যাহত নাগরিককুলের
বন্যা ও ভূমিধসে জনজীবন ব্যাহত মণিপুরের ননে জেলা


ইমফল, ১ অক্টোবর (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মণিপুরের ননে জেলা। গত তিনদিনের অবিরাম বর্ষণে জেলায় সৃষ্ট বন্যা এবং বেশ কয়েকটি জায়গায় ভূমিধস পড়ে দৈনন্দিন জনজীবন ব্যাহত নাগরিককুলের।

আজ মঙ্গলবার সকালে ননে জেলার বুক চিরে ধাবিত ৩৭ নম্বর জাতীয় সড়ক বরাবর আওয়াংখুল ল্যান্ডস্লাইড পয়েন্টে বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের ফলে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। কেননা জাতীয় সড়কে ধস নামায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে।

এদিকে আজ ভোররাত প্রায় একটা থেকে প্রবল বর্ষণ হচ্ছে। ফলে জেলার প্রধান বাজার লংমাই বাজার এবং লংমাই শহর ও পাৰ্শ্ববৰ্তী এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা জেলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মঙ্গলবার অবস্থার আরও অবনতির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর।

সাৰ্বিক পরিস্থিতিতে জেলার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং যাত্রীদের উদ্দেশ্যে অতিরিক্ত ঝুঁকি না নিতে সতৰ্ক করেছে জেলা প্ৰশাসন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande