
শিলচর (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম। অপূরণীয় এই ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি।
সংস্থার সভাপতি তারাশংকর দাস এক শোকবার্তায় বলেন, কবীন্দ্ৰ পুরকায়স্থের প্রয়াণ শুধু একটি পরিবারের নয়, সমগ্র অসমবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবায় তাঁর অনন্য অবদান ও রাজনৈতিক প্রজ্ঞা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এই শোকাবহ মুহূর্তে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকবাংলো প্রাঙ্গণে সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী পৌষ মেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মেলার নতুন তারিখ ঘোষণা করা হবে।
সংস্থার সভাপতি তারাশংকর আরও জানান, ‘আনন্দ ও উৎসব আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও শোকের সময়ে সংবেদনশীলতা বজায় রাখাও সংগঠনের অন্যতম নীতি, আমরা প্রয়াত নেতার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’ শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস