
বালুরঘাট, ৭ জানুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের জেল থেকে মুক্তি পাওয়া দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়ে প্রায় সাত মাস জেলবন্দি ছিলেন তপনের লক্ষীপুরের বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মণ।এদিন লক্ষীপুরে তাঁদের বাড়িতে গিয়ে মহারাষ্ট্রের জেলে কাটানো দিনগুলোর কথা মন দিয়ে শোনেন অভিষেক। কী খেতেন, জেল থেকে ফিরে বাড়ির অবস্থা কেমন— সমস্ত খোঁজ নেন তিনি। ডাল-ভাত খাওয়ার কথা শুনে নিজের বাড়িতে ডাল-ভাত খাওয়ার আনন্দের কথাও বলেন তৃণমূলের এই নেতা। পাশাপাশি পরিবারের হাতে সহায়তার প্যাকেট তুলে দিতে দেখা যায় তাঁকে।
এরপর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর অভিযোগ, সাংসদের কাছে সাহায্য চেয়েও ওই পরিবারগুলি কিছু পায়নি। যদিও সুকান্ত মজুমদার এই অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা দাবি করেন, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করাচ্ছে।
এ দিন বালুরঘাট বিমানবন্দরে নেমে কুমারগঞ্জের বাসিন্দা আতঙ্কে মৃত ওসমান মোল্লার পরিবারের সঙ্গেও দেখা করেন অভিষেক। পরে তিনি বলেন, আতঙ্কের পরিবেশে মানুষ কী ভাবে বিপর্যস্ত হচ্ছে, তা চোখে না দেখলে বোঝা যায় না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত