গুলশান বনানীতে মহাষ্টমীর পূজায় মা দুর্গার অঞ্জলি প্ৰদানে ভক্তবৃন্দের ভিড়
গুলশান বনানীতে মহাষ্টমীর পূজায় মা দুর্গার অঞ্জলি প্ৰদানে ভক্তবৃন্দের ভিড়
ঢাকা গুলশান বনানীর দুৰ্গা পূজা


মহাষ্টমীতে গুলশান বনানীর পূজায় দর্শনাৰ্থী-ভক্তবৃন্দের   ভিড়


।। রাজীব দে ।।

ঢাকা, ১১ অক্টোবর (হি.স.) : রাজধানী ঢাকার গুলশান বনানীতে মহাষ্টমীর পূজায় মা দুর্গার অঞ্জলি প্ৰদান করতে ভক্তবৃন্দের বেজায় ভিড় পড়েছে।

আজ শুক্রবার দেবী দুর্গার শুভ মহাষ্টমীর পূজা শেষে পুষ্পাঞ্জলি দিতে প্রচণ্ড ভিড় ছিল। অঞ্জলি দিয়েছেন গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন-এর নারী উপ-পরিষদের সমন্বয়ক জয়ন্তী সাহা, উমা সাহা সহ সব সদস্যা। এদিন সকাল থেকে দেবী দর্শন ও অঞ্জলি প্রদান করতে ভিড় জমিয়েছিলেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, শিক্ষক-শিক্ষিকা, বহু সরকারি কর্মকর্তা। ঠকুর দর্শন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি নাগরিকগণ সহ বহুজন।

দুপুর থেকে বিকাল তিনটা পর্যন্ত পূজায় আগত হাজারো দর্শনার্থীকে প্রসাদ ও জল বিতরণ করা হয়েছে। পূজা উপলক্ষে ফ্রি মেডিক্যাল চেকআপের ব্যবস্থাও করা হয়েছে পূজা মণ্ডপ প্রাঙ্গণে।

মহাষ্টমী উপলক্ষ্যে কয়েকশো অনাথ শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরণে অন্যদের সঙ্গে ছিলেন জয়ন্তী সাহা ও উমা সাহা। এ সময় গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর সদস্য বিপুলকান্তি দাস অনাথ শিশুদের উন্নত মানের আইসক্রিমের বক্স উপহার দিয়েছেন।

উল্লেখ্য, পূজা মণ্ডপে বিরাজমান আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande