
কাঠমান্ডু, ১৫ ডিসেম্বর (হি.স.): নেপালে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণে সোমবার থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় পর্যায়ে বাঘ গণনা শুরু হয়েছে। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের উদ্যোগে চিতওয়ান–পারসা, বাঁকে–বারদিয়া ও শুক্লাফাঁটা–লালঝাড়ি করিডরকে তিনটি অংশে ভাগ করে ২,৩০০টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছে।
প্রায় ৮,৪০০ বর্গকিলোমিটার বনাঞ্চল জুড়ে গ্রিড পদ্ধতিতে এই গণনা চালানো হচ্ছে। প্রতিটি দুই বর্গকিলোমিটার এলাকায় বিপরীত দিকে দুটি ক্যামেরা বসানো হচ্ছে। ক্যামেরাগুলি একেকটি স্থানে ১৫ রাত রাখা হবে।
বড় এলাকা হওয়ায় ওই অংশগুলিকে আবার একাধিক খণ্ডে ভাগ করে ধাপে ধাপে গণনা হবে। চিতওয়ান–পারসার কাজ শেষ হলে বাঁকে–বারদিয়া এবং পরে শুক্লাফাঁটা–লালঝাড়িতে গণনা শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই মাসের বেশি সময় লাগতে পারে।
জানা গেছে, ২০২২ সালে ১,৮৪৩টি ক্যামেরা ব্যবহার হয়েছিল, এ বার সেই সংখ্যা বাড়িয়ে ২,৩০০ করা হয়েছে। একই সময়ে মহাকালি থেকে কোশি পর্যন্ত বাঘের উপস্থিতি নির্ণয়ে অকুপেন্সি সার্ভেও চালানো হবে। এই কাজে প্রায় ২৫০ জন প্রশিক্ষিত কর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য