কলম্বিয়ায় খাদে স্কুলবাস, মৃত অন্তত ১৭
অ্যান্টিকা, ১৫ ডিসেম্বর (হি.স.): স্কুলের ছাত্রছাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। আহত ২০। কলম্বিয়ার উত্তরাংশের ঘটনা। অ্যান্টিকা শহরের মেয়র আন্দ্রে জুলিয়ান জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি টোলু থেকে মেডে
Accident


অ্যান্টিকা, ১৫ ডিসেম্বর (হি.স.): স্কুলের ছাত্রছাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। আহত ২০। কলম্বিয়ার উত্তরাংশের ঘটনা। অ্যান্টিকা শহরের মেয়র আন্দ্রে জুলিয়ান জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি টোলু থেকে মেডেলিন শহরের দিকে যাচ্ছিল। অ্যান্টিকা শহরের একটি স্কুলের পড়ুয়ারা নিজেদের 'গ্র্যাজুয়েশন' উদ্যাপনের জন্য বেড়াতে গিয়েছিল। তখনই ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানাচ্ছে পুলিশ। দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময়ে অন্তত ৮০ ফুট গভীর একটি খাদে উল্টে পড়ে সেটি। ছাত্রছাত্রীরা ছাড়াও বাসে ছিলেন আরও বেশ কয়েক জন। মৃতদের মধ্যে বাসচালক রয়েছেন। বাকি হতাহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি স্থানীয় পুলিশের তরফে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande