দুর্গাপুরে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত দুই বোন
দুর্গাপুর, ১১ অক্টোবর (হি.স.) : রাস্তা পারাপারের সময় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্য হল ২ বোনের। ঘটনায় তুমুল বিক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৯ নম্বর রাজ্য সড়কের দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার প্রগতি পল্ল
দুর্গাপুরে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত দুই বোন


দুর্গাপুর, ১১ অক্টোবর (হি.স.) : রাস্তা পারাপারের সময় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্য হল ২ বোনের। ঘটনায় তুমুল বিক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৯ নম্বর রাজ্য সড়কের দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার প্রগতি পল্লি ও সুভাষ পল্লির মাঝামাঝি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা দুই বোন আঁচল শোনকর (১২) এবং অর্পিতা শোনকর (৭) প্রগতি পল্লির বাড়ি থেকে সুভাষ পল্লির মামা বাড়ি যাওয়ার জন্য ৯ নম্বর রাজ্য সড়ক পারাপার করছিল। ওই সময় বেপরোয়া গতিতে একটি মোটরবাইক ধাক্কা মারে তাদের।তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দুই বোনের। এরপরই উত্তেজিত জনতা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রনের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি, যতক্ষণ না ট্রাফিক পুলিশ মোতায়ন করা হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ থাকে রাজ্য সড়ক। শেষ পর্যন্ত ব্যারিকেড ও ট্রাফিক পুলিশ মোতায়ন করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande