
বীরভূম, ১৭ ডিসেম্বর (হি. স. ) : ক্যান্টিনে খাবারের দাবিতে মধ্যরাতে থালা বাজিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসে বিক্ষোভ আবাসিক ছাত্রীদের ৷ অভিযোগ, কুপন থাকা সত্ত্বেও ২২ ডিসেম্বর পর্যন্তই খাবার দেওয়া হবে বলে জানিয়েছে ক্যান্টিন কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি, পরীক্ষা-সহ নানান কর্মসূচি রয়েছে, তাই পুরো ডিসেম্বর মাসজুড়ে খাবার দেওয়া হোক৷ মধ্যরাতে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে 'হেরিটেজ' ক্যাম্পাস৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন।
বিশ্বভারতীর আবাসিক পড়ুয়ারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার খান৷ তার জন্য প্রতি মাসে টাকা দিয়ে কুপন সংগ্রহ করে রাখতে হয়। সেই মতো ডিসেম্বর মাসের কুপন সংগ্রহ করে রেখেছেন পড়ুয়ারা৷ অভিযোগ, সারা মাসের কুপন থাকা সত্ত্বেও ক্যান্টিন কর্তৃপক্ষ জানিয়েছে ২২ ডিসেম্বর পর্যন্তই খাবার দেওয়া হবে।
পড়ুয়াদের দাবি, পরীক্ষা ও নানান কর্মসূচি রয়েছে। তাই কেন কুপন থাকা সত্ত্বেও পুরো মাস ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে না৷ এই মর্মে মধ্যরাতে থালা বাজিয়ে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ। বিভিন্ন আবাসিক ছাত্রীরা 'হেরিটেজ' ক্যাম্পাসে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে৷ হিন্দি ভবনের সামনের রাস্তায় বসে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীরা৷ পরে বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা এসে ছাত্রীদের সঙ্গে কথা বলেন৷ দিনে এই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এই আশ্বাস দেওয়ায় কয়েক ঘণ্টা পর ওঠে ছাত্রীদের বিক্ষোভ।
বিক্ষোভকারী ছাত্রীদের মধ্যে অঙ্কিতা রাজ সিং, নাসরিন খাতুন, বিলকিস খাতুন বলেন, আমরা গরু-ছাগল নাকি যে হঠাৎ করে বলবে ২২ তারিখের পর আর খাবার দেওয়া হবে না৷ আমরা তো সারা মাসের কুপন কেটে রেখেছি ৷ প্রত্যেকের কোনও না কোনও কাজ, সমস্যা আছে৷ বাড়ি নাও যেতে পারে৷ তাই আমাদের স্পষ্ট দাবি কুপন কেটে রেখেছি, পুরো মাস খাবার দিতে হবে৷ আর বিষয়টার সমাধান করতে হবে প্রোক্টরকে৷ তা না হলে প্রয়োজনে আমরা কুপন বয়কট করব, ক্যান্টিনের খাবার আর খাব না।
এই প্রসঙ্গে যদিও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সাংবাদিকদের বলেন, ছাত্রীদের অভিযোগের বিষয়টি ছাত্র পরিচালক দেখছেন৷ সমাধান বের হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত