কাছাড় পুলিশের অভিযানে উদ্ধার আরও ২.২০ কোটি টাকার মাদক, গ্রেফতার তিন
শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে আবারও বড় সাফল্য অর্জন করেছেন দক্ষিণ অসমের কাছাড় পুলিশ। গত সোমবার কাছাড় জেলা সদর শিলচরের উপকণ্ঠ রংপুরে একটি ট্রাকে তালাশি চালিয়ে গোপন খোপ থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক ৯০ হাজার ইয়াবা ট্যাব
কাছাড়ে উদ্ধার ২.২০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার তিন


শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে আবারও বড় সাফল্য অর্জন করেছেন দক্ষিণ অসমের কাছাড় পুলিশ। গত সোমবার কাছাড় জেলা সদর শিলচরের উপকণ্ঠ রংপুরে একটি ট্রাকে তালাশি চালিয়ে গোপন খোপ থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল ডালিম উদ্দিন লস্কর এবং আবেদ সুলতান বড়ভুইয়াঁ নামের দুই মাদক পাচারকারীকে। এবার গতকাল মঙ্গলবার রাতে শিলচর সদর থানার অন্তর্গত দুধপাতিলে প্রায় ২.২০ কোটি টাকা মূল্যের ৩৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের ধলাই থানাধীন ভাঙা বাজারের দিলদার হুসেন (২৫), নজরুল হুসেন (২০) এবং জসিম উদ্দিন (২৫) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ বুধবার কাছাড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) পার্থপ্রতিম দাস এ খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে দুধপাতিল এলাকায় তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে আগত চার চাকার এমজেড ০২ সি ১৫৫৩ নম্বরের একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালান অভিযানকারী পুলিশ কর্মীরা। গাড়িতে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮৮ গ্রাম হেরোইন ভরতি ৩০টি সাবান কেস উদ্ধার করা হয়।

মাদক পাচারে জড়িত অভিযোগে দিলদার হুসেন (২৫), নজরুল হুসেন (২০) এবং জসিম উদ্দিন (২৫) নামের তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই ধলাই থানার অন্তর্গত ভাঙা বাজার এলাকার বাসিন্দা। এসএসপি দাস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকগুলি গুয়াহাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

সিনিয়র পুলিশ সুপার জানান, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের সংশ্লিষ্ট ধারা রুজু করা হয়েছে। মাদক কারবার সম্পর্কিত নানা বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান তিনি।

এসএসপি পার্থপ্রতিম দাস বলেন, ‘এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। মাদক পাচার চক্র তথা চেইন শনাক্ত করে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande