
কমলপুর (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর মহকুমার অপরেশকর এলাকায় এবিসি ব্রিক ইন্ডাস্ট্রির চিমনি হঠাৎ ধসে পড়ে চাজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন- সুবল দেবনাথ (৫৫), পিঙ্কু শীল (৩৭), অনিল গৌতম (৪৯) ও সজল মালাকার (৪০)।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাজ চলাকালীন হঠাৎ করেই ইটভাটার চিমনিটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজন শ্রমিক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়, দমকল বাহিনী, এসডিআরএফ ও পুলিশ। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। ইটভাটায় নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ