নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): বিজয়া দশমী উপলক্ষে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, বিজয় দশমী উপলক্ষে সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের উৎসব। এই উৎসব সত্য ও নৈতিকতার মূল্যবোধে আমাদের বিশ্বাসের প্রতীক।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুভেচ্ছা বার্তায় লিখেছেন, বিজয় দশমীর পবিত্র উৎসবে সকল দেশবাসীকে জানাই শুভেচ্ছা! অশুভের ওপর ভালোর বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামাজিক মাধ্যমে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / রাকেশ