জয়-মুশফিকের ব‍্যাটে লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
মিরপুর, ২২ অক্টোবর (হি.স.) : দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ২০২ রানের লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পরপর ২ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিনেই দক্ষিণ আফ্রিকা জয় হাতের মুঠোয় করতে চাইছিল । তবে বাংলাদেশ
জয়-মুশফিক


মিরপুর, ২২ অক্টোবর (হি.স.) : দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ২০২ রানের লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পরপর ২ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিনেই দক্ষিণ আফ্রিকা জয় হাতের মুঠোয় করতে চাইছিল । তবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সেই আশায় কিছুটা বাধার সৃষ্টি করলো।নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই তৃতীয় দিনে নিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। জাগিয়েছেন ঘুরে দাঁড়ানোর আশা।

বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও কাজটা কিন্তু এখনও অনেক বাকি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১ রান। ৮০ বলে ৫ চারে ৩৮ রানে ব‍্যাট করছেন ওপেনার জয়। আগ্রাসী ব‍্যাটিংয়ে তিন চারে ২৬ বলে ৩১ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংস ব‍্যবধানে পরাজয়ের শঙ্কা এখনও রয়েছে স্বাগতিকদের।

দুটি উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা। অন‍্য উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ১ম ইনিংস : ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস : ১০১/৩ (জয় ৩৮*, মুশফিক ৩১*; রাবাদা ৭-৩-১০-২, মহারাজ ৯-০-৩৩-১)।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande