টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের অধিকারী মুশফিক
মিরপুর, ২২ অক্টোবর (হি.স.) : বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মঙ্গলবার মুশফিক এক অনন্য কীর্তি গড়লেন। তামিম ইকবালকে পেছনে ফেলে অনেক আগেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার হয়ে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার প্রথম বাং
মুশফিক


মিরপুর, ২২ অক্টোবর (হি.স.) : বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মঙ্গলবার মুশফিক এক অনন্য কীর্তি গড়লেন।

তামিম ইকবালকে পেছনে ফেলে অনেক আগেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার হয়ে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে নামার আগে ৯২ টেস্টে ১৭০ ইনিংসে তার রান ছিল ৫৯৬১। প্রথম ইনিংসে করেছিলেন ১১ রান। আর মাইলফলক স্পর্শ করার জন্য দ্বিতীয় তার প্রয়োজন ছিল ২৮ রান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মঙ্গলবার খেলা শেষ হওয়ার আগে ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। আর এখানেই গড়া হয়ে গেল টেস্ট ক্রিকেটে তার ৬ হাজার রানের অনন্য কীর্তি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande