পেশাদার টেনিস টুর্নামেন্টে খেলবেন উরুগুয়ের প্রাক্তন বিখ্যাত স্ট্রাইকার ফোরলান
বার্লিন, ২২ অক্টোবর (হি.স.) : প্রাক্তন উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার দিয়েগো ফোরলান। এক সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। সেই ফোরলান সামনের নভেম্বরে পেশাদার উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে ডাবলসে
ফোরলান


বার্লিন, ২২ অক্টোবর (হি.স.) : প্রাক্তন উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার দিয়েগো ফোরলান। এক সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। সেই ফোরলান সামনের নভেম্বরে পেশাদার উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মঙ্গলবার এমনটাই অয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

৪৫ বছর বয়সী প্রাক্তন স্ট্রাইকার ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, ২০১৮ সালে অবসর নেওয়ার পর টেনিসে চলে আসেন।

ফোরলান, বাঁ-হাতি খেলোয়াড় , ওয়াইল্ড কার্ড দেওয়ার পর মন্টেভিডিওতে ১১-১৭ নভেম্বর ক্লে কোর্ট চ্যালেঞ্জার ট্যুর ইভেন্টে মূল ড্রয়ে বর্তমান বিশ্বের ১০১ নম্বর আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়ার সঙ্গে খেলবেন।

এই বছর, ফোরলান ৪০ টিরও বেশি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande