করাচি, ২৮ অক্টোবর (হি.স.): পাকিস্তানে দুর্ঘটনার কবলে পড়ল রাওয়ালপিন্ডিগামী যাত্রীবাহী বাস। রবিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান দিয়ে যাওয়ার সময়ে আচমকাই উল্টে গিয়ে গিরিখাতে পড়ে যায় বাসটি। সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দু'জনের। জখম হয়েছেন ৩৬ জন। দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি বেসরকারি কোম্পানির ছিল বলে জানা গিয়েছে। তাতে মোট ৩৮ জন যাত্রীই ছিলেন। সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটির চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বাকি জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সবসময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে। এছাড়াও রাস্তা খারাপ, ট্রাফিকের কোনও বালাই নেই। অথচ গাড়ির অবাধ যাতায়াত রয়েছে ওই প্রদেশের রাস্তাগুলিতে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ