
ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : মানব মহাকাশ অভিযানের নতুন অধ্যায় শুরু করতে চলেছে নাসা। পৃথিবীর কক্ষপথের বাইরে মানুষ পাঠানোর লক্ষ্যে আর্টেমিস–২ মিশনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। বুধবার নাসা জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎক্ষেপণের চেষ্টা করা হবে, না হলে এপ্রিলের মধ্যেই মিশন পাঠানো হবে।
নাসা প্রশাসক জ্যারেড আইজাকম্যান বলেন, আর্টেমিস–২ মানুষের মহাকাশ যাত্রার ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী উপস্থিতি ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে। এই মিশনের মাধ্যমে অ্যাপোলো কর্মসূচির পর প্রথমবার মানুষ পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের চারদিকে ও তারও বাইরে যাবে।
মিশনের কমান্ডার রিড উইসম্যান। তাঁর সঙ্গে থাকবেন পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডার মহাকাশচারী জেরেমি হ্যানসেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য