
ইসলামাবাদ, ২১ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানে বর্তমানে প্রায় ২.৬ কোটি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড পলিসি সায়েন্সেস (আইএসপিএস)। সংস্থাটির সাম্প্রতিক রিপোর্টে দেশটির ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
রিপোর্টে দেখা গেছে, ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানে শিক্ষা খাতে পরিবারের ব্যক্তিগত খরচ সরকারি বরাদ্দের সীমা ছাড়িয়ে গেছে। বর্তমানে মোট শিক্ষা ব্যয়ের প্রায় ৫৬ শতাংশ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে, যেখানে সরকারি অনুদানের পরিমাণ শতাংশের বিচারে অনেক কম।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি স্কুলগুলোর বেহাল দশা এবং শিক্ষার গুণগত মানের অভাবে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেসরকারি শিক্ষা ও কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে। এই ক্রমবর্ধমান ব্যয় সাধারণ পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা দেশে চরম শিক্ষাগত বৈষম্য তৈরি করছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য