সুইজারল্যান্ডগামী ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে ত্রুটি, অন্য বিমানে রওনা
ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়ানের পরপরই বৈদ্যুতিক সমস্যার কারণে বিমানটি যুক্তরাষ্
সুইজারল্যান্ডগামী ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে ত্রুটি, অন্য বিমানে রওনা


ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়ানের পরপরই বৈদ্যুতিক সমস্যার কারণে বিমানটি যুক্তরাষ্ট্রে ফিরে আসে।

বুধবার হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্য একটি বিমান বোয়িং সি-৩২এ-তে করে সুইজারল্যান্ডের উদ্দেশে পাঠানো হয়। এই বিমানটি সাধারণত উপ-রাষ্ট্রপতি ও শীর্ষ সরকারি আধিকারিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।

মার্কিন বিমান বাহিনী সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতের প্রেসিডেনশিয়াল ফ্লাইটের জন্য জার্মান সংস্থা লুফথানসার কাছ থেকে আরও দুটি বোয়িং ৭৪৭-৮ বিমান কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর মধ্যে একটি চলতি বছরেই এবং অন্যটি বছরের শেষের দিকে ডেলিভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে ট্রাম্প যে সি-৩২এ বিমানে দাভোস যাচ্ছেন, সেটিকেও আনুষ্ঠানিকভাবে এয়ার ফোর্স ওয়ান হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান এয়ার ফোর্স ওয়ান বিমানগুলি তিন দশকেরও বেশি পুরনো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande