কোয়েটা, ৩০ অক্টোবর (হি. স.) : পাকিস্তানের তিনটি স্থানে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় দুটি গাড়ির সংঘর্ষে আগুন ধরে যায়। গাড়ির ভেতরে আটকে পড়া পাঁচজন পালানোর সুযোগ না পেয়ে পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার বালুচিস্তানের সিবি, নোশকি ও ওয়াশুক জেলায় এই দুর্ঘটনাগুলি ঘটে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে ওয়াশুকের নাগ এলাকায়। এখানে ইরানের পেট্রোল বহনকারী একটি জাম্বিয়ান গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এই কারণে গাড়ির ভেতরে থাকা লোকজন পালানোর কোনো সুযোগ পাননি। তাদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। ওয়াশুকের সহকারি কমিশনার জানান, দুটি গাড়ির ভেতরে থাকা পাঁচজনই পুড়ে গেছে। তাদের শনাক্ত করা অসম্ভব। এছাড়া সিবি জেলার মিথরি এলাকায় কোয়েটা-সিবি মহাসড়কে জ্যাকোবাবাদগামী একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পাঁচ যাত্রী নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে নশকি জেলার ডাক এলাকায়। এখানে বিয়ের অতিথি ভর্তি গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি