
ম্যাগডেবার্গ, ২ জানুয়ারি (হি.স.): জার্মানিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। হৃতিক রেড্ডি নামে ওই ছাত্রের বাড়িতে বুধবার রাতে বর্ষবরণের পার্টিতে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে বহুতল থেকে নীচে ঝাঁপ দিয়েছিলেন বছর পঁচিশের হৃতিক। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তেলঙ্গানার মালকপুর গ্রামে ফেরার কথা ছিল হৃতিকের। যোগ দেওয়ার কথা ছিল সংক্রান্তির উৎসবে। অপেক্ষায় ছিল গোটা পরিবার। কারণ, তার আগে দশেরার উৎসবে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সে পরিকল্পনা স্থগিত করেছিলেন হ্রতিক। কথা দিয়েছিলেন, ফিরবেন সংক্রান্তির উৎসবে। ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেন হ্রতিক। পরের বছর উচ্চশিক্ষার জন্য যান জার্মানি। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে ম্যাগডেবার্গ পুলিশ। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হৃতিকের দেহ দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার এবং বন্ধুরা। জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা। তেলঙ্গানাতেই হৃতিকের শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ