
ঢাকা, ২ জানুয়ারি (হি.স.): বিমান বহর সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে মার্কিন বহুজাতিক সংস্থা বোয়িং থেকে ১৪টি বিমান কেনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বেসামরিক বিমান পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিবিএ)-এর বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত তালিকায় রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমান। সভায় বিবিএ-র বোর্ড চেয়ারম্যান এবং বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, টেকনো-ফিনান্স কমিটির সুপারিশ অনুযায়ী মূল্য ও অন্যান্য শর্ত সাপেক্ষে বোয়িং বিমানের ক্রয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বোয়িং-এর সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
সংস্থার তরফে জানা গেছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য উপযোগী বিমান| আর বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স স্বল্প দৈর্ঘ্যের যাত্রা ও আঞ্চলিক রুটে ব্যবহারের জন্য নির্ধারিত। এই সিদ্ধান্ত বাংলাদেশের বিমান পরিষেবার মানোন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহণ সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য