মস্কোর আকাশে উত্তেজনা, ইউক্রেনের ৬৪টি ড্রোন মাটিতে আছড়ে পড়ার দাবি রাশিয়ার
মস্কো, ২ জানুয়ারি (হি.স.) : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৬৪টি ড্রোন মাটিতে আছড়ে পড়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি ইউক্রেনের দুইটি হামলাকারী দলকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। রাশিয়ার প্রতি
মস্কোর আকাশে উত্তেজনা, ইউক্রেনের ৬৪টি ড্রোন মাটিতে আছড়ে পড়ার দাবি রাশিয়ার


মস্কো, ২ জানুয়ারি (হি.স.) : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৬৪টি ড্রোন মাটিতে আছড়ে পড়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি ইউক্রেনের দুইটি হামলাকারী দলকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাতে সারাতোভ অঞ্চলে ২০টি ফিক্সড-উইং ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ভোরোনেজ ও সারাতোভ অঞ্চলে ৮টি করে, মস্কো অঞ্চলে ৭টি, রিয়াজান ও রোস্তভ অঞ্চলে ৬টি করে, তুলা অঞ্চলে ৩টি, বেলগোরোদ অঞ্চলে ২টি এবং কুরস্ক, পেনজা, কালুগা ও তাম্বভ অঞ্চলে একটি করে ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা সূত্রের দাবি, ইউক্রেনের সুমি অঞ্চলের গ্রাবোভস্কোয়ে বসতির কাছে পাল্টা হামলার চেষ্টা করেছিল ইউক্রেনীয় বাহিনী। ১১৯তম পৃথক টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের দুটি হামলাকারী দল ওই এলাকায় আক্রমণের চেষ্টা করলে রুশ সেনার গোলাবর্ষণে তা ব্যর্থ হয় এবং দুই দলকেই সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

এদিকে বেলগোরোদ অঞ্চলের সঙ্কট মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, গত কয়েক দিনে ইউক্রেনীয় সেনা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আবাসিক এলাকায় ৮০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। এতে ক্রাসনি অক্ট্যাবর গ্রামে একটি কৃষি স্থাপনার ক্ষতি হয়েছে। পাশাপাশি ইয়াসনে জোরি গ্রামে একটি ভবন, একটি গাড়ি ও একটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই চতুর্থ বছরে প্রবেশ করেছে। নতুন বছরের শুরুতেই দু’দেশের মধ্যে ড্রোন হামলা ও পাল্টা আক্রমণ বেড়েছে। রাশিয়ার দাবি, নববর্ষের আগের রাতে ইউক্রেনের জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ২০০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছিল। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দখলাধীন খেরসন অঞ্চলের একটি হোটেলে ২৪ জনের মৃত্যু হয়েছে বলেও মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande