কলকাতা, ৩০ অক্টোবর(হি.স.) : বুধবার রেজিস্টার পোস্টে কর্মরত কর্মচারীদের ডিটেলমেন্ট আদেশনামা প্রত্যাহারের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নিউটাউনের কারিগরি ভবনে এডিশনাল চিফ সেক্রেটারির কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক শিবাস তিওয়ারি দাবি করেন যে, যাঁরা মহার্ঘ ভাতা, বেতন বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাঁদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলি করা হচ্ছে।
শিবাস তিওয়ারি নিজেও টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে রেজিস্টার পদে কর্মরত ছিলেন, তবে সম্প্রতি তাঁকে উত্তরবঙ্গের পিডংয়ে বিডিও পোস্টে বদলি করা হয়েছে। উল্লেখযোগ্য যে, পিডংয়ে এই ধরনের কোনো রেজিস্টার পদ নেই, যা কর্মচারীদের সঙ্গে সরকারের বৈষম্যমূলক মনোভাবের উদাহরণ বলে অভিযোগ।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও অভিযোগ করা হয়েছে যে, এনএসকিউএফের শিক্ষকরা বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাঁদের ইএসআই কাটা হলেও সঠিক হিসাব দেওয়া হচ্ছে না। এর আগেও তারা একই দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন, তবে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়